ঝুপ ঝুপ বৃষ্টি আর
খেলার মাঠে বন্ধুদের জোগার
সে আনন্দ যায় না ভোলা
সে সময় ফুটবল খেলার।
খেলার মাঠে পানি জমে থাকে
হয়ে থাকে কিছু কাঁদা
ফাঁকি দিয়ে কেউ বলটা পেলেও
দৌড়াতে পায় বাঁধা।
হটাৎ হটাৎ আছাড় খেয়ে
ব্যাথাও কিছু পাই
অমন মজার আসর পেয়ে
সবই ভুলে যাই।
অনেক সময় খেলার পরে
একটা যদি হয় গোল
কখনও কখনও আনন্দে গড়ায়
কখনও বাজে গন্ডগোল।
গোল দিতে গিয়ে চুরি হয়েছে
এমন নালিশ ওঠে
ক্ষানিক সময় ঝগড়া করে
আবার তাহা মিটে।
অঝোরে বৃষ্টি পরতে থাকে
বইতে থাকে বাতাস
বাসায় ফিরে পাই কখনো
জ্বর আসার এক আভাস।
ফোনে সবার খোঁজ নিয়ে নেই
ঠিক আছে কিনা সবাই?
খেলার মাঠের সে ঝগড়াটা
কারো এখন আর মনে নাই।
বিকালের দিকে চায়ের দোকানে
আড্ডা জুটবে একটা
আবার সবাইকে একখানে পেয়ে
সেরে যাবে আমার জ্বরটা।