মাগো তুমি আমায় ছেড়ে
কোথায় চলে গেলে
আমার আগে কেনো গেলে মা
আমাকে একলা ফেলে।
নিজে না খেয়ে আমার মুখে
খাওয়া কে আর তুলবে
কে আর আছে এই জগতে
আমায় সোহাগ করবে।
নিজেকে মাগো আজও ভাবি
তোমার কোলের খোকা
তখনের মতো কাঁদলে আজো
তুমি দিবে আমায় দেখা।
আজকে আমি এতো কাঁদছি
ঝরছে চোখের পানি
কবরে থেকে মাগো তুমি
শুনতে কি তা পাওনি?
এমন করে মাগো তুমি
কেমন করে ঘুমাও
আমি তোমার সেই খোকা মা
একবার দেখে যাও।
তোমার কবরে লাগানো গাছে
ফুটেছে শিউলি ফুল
সে গাছটিতে জ্বল দিতে মা
আমার হয় না ভুল।
সে জ্বল কি মা গিয়েছে বলো
তোমার মিষ্টি মুখে
দোয়া ধরি মা বেহেস্তে গিয়ে
তুমি যেনো থাকো সুখে।
গাঁয়ের ছেলেরা মায়ের কবরে
শিউলি কুড়াতে যাস নে
সে ফুল কুড়িয়ে আমার মাকে
নি:স্ব করে দিস নে।
ফুল তুললে দিনের রোদে
মার যদি পায় তৃষ্ণা
সেথায় গিয়ে আমার মাকে
কষ্ট তোরা দিস না।
মাতো ছেড়ে চলে গিয়েছে
একলা হবার জগতে
তুমিহীনা মাগো আজো জানি না
কেমনে পারবো বাঁচতে।
আমি তোমার সেই খোকা মা
তুমিহীনা অসহায়
কেনো এভাবে ছেড়ে গেলে বলো
নি:স্ব করে আমায়।