বৃষ্টির পরে আম কুড়ানোর
মধুর সেই ক্ষনে
সাথে নিতাম ভাই-বোনদের
আজো পরে মনে।
বৃষ্টি থামলেই আমগাছ তলে
নগদে ছুট দিতাম
কেউ না আসেতই সবগুলো আম
কুড়িয়ে সাবার করতাম।
কুচি কুচি করে আম কেটে মা
মশলা দিয়ে মাখতেন
মাখানো শেষে টিনের থালায়
আমাদের খেতে দিতেন।
ভাই-বোনদের নিয়ে আমের ভর্তা
টানাটানি করে খেতাম
তাই খাওয়া নিয়ে কিছুটা সময়
অনেক আনন্দে কাটাতাম।