আঁকাবাঁকা পথে হারিয়ে যাওয়া
ছোট নদীটির তীরে
সেথায় আমি খেলতে যেতাম
পুরো ছেলেবেলা জুরে।
সারা গাঁয়ের যতো বন্ধু আছে
সবাই সেথায় আসতো
একসাথে সবে খেলাধুলা করে
আনন্দে সময় কাটতো।
লুকুচুরি আর হাডুডুসহ
আরো অনেক খেলায় মাততাম
একে অপরকে আমরা সবাই
অনেক ভালোবাসতাম।
নদীর বুকের হাওয়া এসে
মন জুরিয়ে যেতো
সন্ধা নামার আগ অবধি
আমাদের খেলা চলতো।