সেই ছেলেবেলায় যখন
ঝাঁপ দিয়ে নদীতে
গাঁয়ের বন্ধুরা সব
গোসল করতাম একসাথে।
জামা-কাপড় নদীর পারে
ঘাসের উপরে থাকতো
নদীর বুকে ছোটাছুটিটা
উলঙ্গ দেহে চলতো।
কখনও নদীর তীরে এসে
পানি ঘোলা করে ফেলতাম
কখনো আবার মাঝ নদীতে
সাঁতার প্রতিযোগিতা করতাম।
কোন কিছু তোয়াক্কা না করে
আমাদের গোসল চলতো
ক্ষানিক পরে লাঠিহাতে মা এলে
আমাদের গোসল থামতো।