প্রেম নামের এক দেশে
একবার ক্ষরা শুরু হলো
যার ফলে পুরো দেশে
দূর্ভিক্ষ দেখা দিলো।
সেই দূর্ভিক্ষে আমার ভালোবাসা
জানালা দিয়ে পালালো
শত শত মানুষ খাবারের জন্য
হৈ চৈ শুরু করে দিলো।
আর তাই দেখে আমি
মারাত্মক কষ্ট পেলাম
হাতের চামড়া কেটে কিছু রক্ত
স্রষ্টার পানে নিয়তি দিলাম।
অত:পর কালবৈশাখীর তান্ডবে
বৃষ্টি পরতে শুরু করলো
আমার তখন সেই প্রেম নিয়ে লেখা
কবিতাগুলোর কথা মনে পরলো।
ক্ষরার তাপে শত শত কবিতা
সব মরার মতো হয়ে গিয়েছে
সেগুলোকে বৃষ্টিতে ভিজতে দিয়ে
দেখলাম সেই প্রেমটি ফিরে আসছে।
কিন্তু ততক্ষনে রেল গাড়ির
হুইসেল বেজে গিয়েছে
কারন স্রষ্টা অমন প্রেম ছেড়ে
আমায় ভিন্ন পথে চালাতে চাইছে।