প্রিয়তমা তুমি ছলনাময়ী
প্রেম নিয়ে করো খেলা
মনের সকল কথাগুলো তাই
হলো না খুলে বলা।
আমায় হয়তো পাগল ভাবছো
প্রেমে পরেছি বলে
তাইতো ওভাবে তাকাও তুমি
অবহেলার সেই ছলে।
তোমার জীবনে প্রেমের জোয়ার
কত আসে আর যায়
ছলনাভরা গল্প লিখে
প্রেমের প্রতিটি পাতায়।
প্রেমের এসকল খেলা শেষে
একদিনতো আসল চাইবে
সত্যিকারের প্রেমের মর্ম
সেদিন ঠিকই বুঝবে।
আমায় তুমি সেদিনটিতে
হয়তো পাবে না পাশে
যে তোমাকে কাছে ডেকেছিলো
এতোখানি ভালোবেসে।
তাইতো তোমাকে ছেড়ে দিয়েছি
যা খুশি তাই করতে
ক্ষনিকের এই ছলনার মাঝে
যতটুকু পারো ডুবতে।
হাজার রাতের প্রহর শেষে
একদিনতো তুমি বুঝবে
আমার এ প্রেম যে কতটুকু দামি
সেদিন ঠিকই জানবে।