ছেলেবেলাতে শীতের ভোরে
কুয়াশা যখন পরতো
দিদির সাথে শিউলি কুড়াতে
কতো যে আনন্দ লাগতো।
মা যদি পাছে বাঁধা দিয়ে দেয়
চুপিসারে তাই উঠতাম
শব্দ না করে দরজা খুলে
চুপিসারে বের হতাম।
গাছের তলে পরে থাকতো
তরতাজা সব শিউলি
দিদির সাথে পাল্লা দিয়ে
কুড়াতাম সবগুলি।
সাঝ সকালের মোরগের ডাক
দিনের আগমন জানাতো
তরতাজা সে ফুলের ঘ্রানে
হৃদয় জুরিয়ে যেতো।
দিনের বেলা সে ফুল দিয়ে
দিদি গাঁথতো মালা
সে আনন্দ কতটা বেশি
যাবে না ভাষায় বলা।