আজ আমি শান্ত-সৃজন মানব
হারিয়ে ফেলেছি শৈশব
কোন ছোটাছুটি আর দুরন্তপনা নেই
আজ কেবল স্মৃতি সেসব।
আজ আর বন্ধুদের সাথে
গোসল করতে নদীতে ঝাপ দেই না
কিংবা দুরন্তপনার জানান দিতে
ঘন্টা অবধি নদীতে সাঁতার কাটি না।
খেলার মাঠে স্বর্গের সুখ পাবার
মানেটা আমি এখনও বুঝি না
তবে সে দিনগুলো অনেক মধুর ছিলো
যা আমি ভুলতে কখনো পারবো না।
বয়সের ভারে আমি আজ
চার দেওয়ালের মাঝে নি:শব্দে থাকি
গোসলটা বাথরুমে ঝর্নার তলে
বন্ধুদের ছেড়ে করি একাএকি।
খেলতে যাবো বলে বিকালের অপেক্ষায়
আজ আর ছটফট করি না
খেলতে যাই না বলে বিকালবেলায়
আজ আর আনন্দের লেশও পাই না।
মাঝ বয়সে কিছুটা আড্ডাবাজি হলেও
এখন আর তেমনটা হয় না
শৈশবের পর থেকে আর কেউ
অতো খোলা মনে কথা বলে না।
তাই সে স্মৃতিগুলো বুকে লালন করে
আজ আমি কেবল বেঁচে থাকি
তখনের অনুভুতিটা এখনো কিছুটা পাই
যদি সেই বন্ধুদের কোথাও দেখি।