সুপারি পাতাকে গাড়ি বানিয়ে
ছেলেবেলার সেই খেলা
সেই স্মৃতিটা অনেক মধুর
আজো গেলো না ভোলা।
গাছতলা হতে ঝরে পরে যাওয়া
সুপারির পাতা কুড়িয়ে
গাড়ি খেলাটা হয়ে যেতো তখন
প্রিয় বন্ধুদের নিয়ে।
একজন বসে পাতার খোলে
আরেকজন তাহা টানতো
কিছু পর পর জায়গা বদলে
সেই আনন্দটা চলতো।
দুজনে মিলে একই সুরে
পিপিপ পিপিপ ডাকতাম
কখনও আবার তিনজন মিলেও
সেই খেলাটা খেলতাম।
বাড়তি একজন পিছন থেকে
দিতে থাকতো ঠেলা
এভাবে করে হয়ে যেতো তখন
আনন্দের সেই খেলা।