অতপর একদিন দেখা হবে
কোন লোকারন্য ভিরের মাঝে আবার
দুজনার সাথে রবে জীবনসাথী
মনটা তাও কাঁদবে দুজনার।
জীবনসাথিরা পাশে রবে
দুহাতে বেঁধে শক্ত বাঁধন
তবুও পুরোনো স্মৃতিগুলো যেনো
ক্ষানিকটা ধুয়ে যাবে মন।
হয়তো বাসের সিটে বসে
দেখা হয়ে যাবে আবার
ইচ্ছাকে অস্বীকার করে মুখ ফিরাবো
পাশে বসাটা হয়ে উঠবে না আর।
হয়তো কোন ফেনিল মোহনায়
সমুদ্রস্নানে দেখা হয়ে যাবে
জীবনসাথির সঙ্গী হয়েও
সেদিনের গড়া স্বপ্নগুলো ভাবাবে।
জীবনসাথির দেওয়া পুরষ্কার নিতে
হয়তো কোন অভিজাত শপিং মলে
চোখের দেখায় সেই স্বপ্নগুলো ভাঁসবে
যা রয়ে যাবে কেবল স্বপ্নেরই হালে।
একে অপরের সুখের সংসার
হয়তো সেদিন চোখে পরবে
স্মৃতিগুলো অস্বীকার করে এগিয়ে যাবো
কারন সেটাই তখন শোভনীয় হবে।