বিদ্যালয়ের টিফিনে কেনা
দুই-তিন টাকার টিফিন
বন্ধুদের সাথে ভাগ করে
যখন খেতাম প্রতিদিন।
একে অপরের প্রতি ছিলো
মিষ্টি একটি মায়া
কখনো আবার বাসার থেকেই
নিয়ে যেতাম খাওয়া।
কোন বন্ধু বেশি এনেছে
কে এনেছে কম
আমাদের মাঝে তার কোন আর
হিসাব ছিলো না একদম।
সহপাঠীদের উদার মনে
খেতে কেবলই দিয়েছি
তারাও যাইবা দিয়েছে আমায়
আনন্দ করেই খেয়েছি।
এমনি একটি উদার দিনে
ইচ্ছে করে ফিরে যেতে
বিধির কঠিন নিয়ম যে তা
কিছুতেই দেয় না হতে।