আমার এই সুমহান প্রেম
তুমি কেনো বোঝো না
সত্যিকারের ভালোবাসা কি
তা আজো তুমি জানো না।
তুমি সুন্দর বলে তাই
বখাটেরা তোমার পিছু ঘোরে
আর তাদের ছলনায়
তোমার মন ভরে।
কিন্তু বয়সের ভারে একদিন
তোমার এই রুপ রইবে না
সেদিন এই বখাটেরা
আর তোমায় চাইবে না।
তোমার ওই রূপসী মুখে
যাবে বয়সের ছাপ পরে
আজকের যতো রূপের বাহার
সব চলে যাবে ছেড়ে।
সেদিন তবুও তুমি
আমার প্রিয়তমা রবে
আমার এই নি:স্পাপ প্রেম
তবুও তোমায় চাবে।
তুমি হয়তো তখন
দেরি হয়েছে ভাববে
হয়তোবা কলঙ্কের বোঝা
তোমার মাথায় চাপবে।
আমার দরজা তোমার জন্য
তখনও খোলা থাকবে
সেদিনও তোমাকে আমার এ মন
এভাবেই ভালোবাসবে।