শুনেছি মাঝ রাতে জেগে থাকে
আশান্বিত সব মৃত প্রানগুলো
রক্তবর্নে তাই স্রটাকে লেখেছি
তোমাকে নিয়ে পরের জন্মের সপ্নগুলো।
আজ হয়তো আশা নিয়ে তারা
পাহারা দেয় রূপসী চাঁদকে
অমন আশায় সহস্র রাত ধরে
আমিও একদিন পাহারা দেবো তোমাকে।
হয়তোবা জান কবসকারী
কোন দেবদুতের সঙ্গী হবো
জান কবসের বিভৎস দৃশ্য দেখে
এই জীবনের অপ্রাপ্তিটা ঘুচিয়ে নেবো।
অমন আশান্বিত মৃতপ্রান হয়ে
নিশিরাত ভরে প্রহর গুনবো
স্রষ্টার কাছে নিয়তি করেছি
আরেক জনমে আমি তোমার হবো।