উরখুলিয়ার আকাশটা, পাগলা নদীর মতো এঁকে বেঁকে—
আমার ভেতরে-ভেতরে দারুণ দাগ কেটে যায়।
কোদালকাটার মুখো-মুখি হাজার বছরের প্রেমিকা
তার বুকে পিঠে আমার, শৈশবের বীর্যফোঁটা
জল জ্বলে জলের আরশিতে; দেখেও সে ফার্সিতে
যার-যেমন রাধারমণ; প্রকৃতি প্রকৃতি আনন্দও তেমন
মা-মাটি জীবন, নদী ভাষা চাষা
আমার অন্তরে লাগে, মারাত্মক নেশা।
সমুদ্রের ভরা যৌবনে ফেলি, অন্তরজাল
টেনে আনি মূলেরধারা, মনকাঁসা
আমি আমার না। কূলের ঘোরে—
কূলের কোলে, কাটল প্রেমকাল