স্বপ্নের ঐ উপত্যকায় ঘোর কালো অমানিশা
ভাবনারা আর বাস্তবতায় পায় না খুঁজে দিশা ।


আমি যখন অ আ পড়ি বছর পাঁচের শিশু
স্বপ্ন ছিলো বড় হবো করবো অনেক কিছু ।


বয়স যতো বাড়তে থাকে স্বপ্নরা যায় টুঁটে
অল্পতে আজ ক্লান্তি নামে স্বপ্নের পথে ছুটে।


বয়স বাড়ে স্বপ্ন কমে ইচ্ছারা নেয় ছুটি
দুর আকাশে ঝাপসা দ্যাখে মলিন আঁখি দুটি ।


মন মেনে নেয় বাস্তবতা, অল্পে থাকে খুশি
বন্ধ করে ঘোর আবেগের স্বপ্ন পোষা পুষি ।


মনের কথা মনে থাকে গায়ের শক্তি গায়ে
মাথার দেমাক দিনে দিনে নেমে আসে পায়ে ।


বলছে কে কি, ভাবছে কে কি, করছে কে কি লোকে
এখন এসব আগের মতো পড়ে না আর চোখে ।


পথে লুটোয় উচ্চাভিলাষ, বাঁচতে থাকার আশা
অবসর চাই, অবসর চাই, এবার স্বপ্ন চাষা  ।