কতো কথা বলছে বলুক
বলবে তো নিন্দুকে
তোমার পথে তুমি চলো
বাড়াও নিজ বিন্দুকে ।
বিন্দু থেকে সিন্ধু গড়ো
বদলে ফেলো ছবি
আঁধার কাঁটে রাতের শেষে
উঠলে ভোরের রবি।
চলার পথে থাকবে কাঁটা
থাকবে শত বাঁধা
নানান জনে নানান ভাবে
ছুঁড়বে গায়ে কাঁদা ।
সেসব দিকে না তাকিয়ে
লক্ষ্যে নজর ফেলে
এগিয়ে গেলে দিনের শেষে
সাফল্য ঠিক মেলে ।