কোথায় তুমি লুকিয়ে আছো
প্রানের স্বাধীনতা ?
তুমি কি শুধু বাতাসে ওড়া
মুক্ত  পতাকা ।


রক্তের স্নান ভুলে গেছ কি
মিছিলের রাজ পথ ?
নাকি সাধু বেশে ভন্ড তুমিও
বাস্তবতাই অসৎ ।


মানবতা আজ পথেই বিলীন
ক্ষুধা পেটে শিশু , মা
অবাক চোখ তাকিয়ে আছ
দেখছ তুমি বাহ !


পথে ঘাটে মাঠে মানুষ মরে
জীবনের দাম নেই
এত রক্তে কিনেছি তোমায়
দাম দিলে তার এই ?


স্বাধীনতা তুমি নামেই শুধু
বাস্তবতাই নেই
অথচ আজও তোমার পাওনা
সম্মান টুকু দেই ।