হে গুপ্তচর,
তারা দিয়েছে তোমায় হাজার গোলাপ
তোমার হাতে দেখছে সবাই ফুল
আমি দেখছি আগুন
যে আগুনে ঝলসে গেছে
এক মধুর পৃথিবী
ভেঙ্গে গেছে এক স্বপ্ন
যেখানে রোজ লেখা হত এক নব ইতিহাস।


তোমার ইশারায়
তীর লেগেছে এক পাখির বুকে
থেমে গেছে তার কণ্ঠে গান
ডানা ঝাপটায় সে আহত পাখি
একটু বাঁচার আশায়
ভুলে গেছে সে নিজ ঠিকানা
চায় শুধু নিরাপদ এক পরবাস।


হে গুপ্তচর,
শুনেছ কি মীর জাফরের নাম?
দিয়েছ কি তাকে ধিক্কার কোনদিন?
নাকি শুধু গুরু মেনেছ তাকে!
সবাই যাকে করেছে ঘৃণা
কেন করলে তুমি তাকে অনুসরণ?
ভুলে গেলে কেন তার সম্মান?
হারালে কেন জীবনের নীতি?
কখনও কি ভেবেছ তুমি
হারিয়েছ আজ নিজ স্বপ্নগুলোকেও
কবর দিয়ে অন্যের আশা!


হে গুপ্তচর,
কি পেয়েছ এমন কাজ থেকে?
শুধু কি কয়েকটি গোলাপ!
অথবা হাজার চোখে জ্বলে ওঠা আগুন!
তুমিও মানুষ,
একদিন তুমিও ভুল করবে
নতুন গুপ্তচর আসবে তখন
আগুন হয়ে যাবে
আজ তোমার হাতে থাকা সব গোলাপ,
সে আগুনে ভষ্ম হবে তুমি,
তখন আমি মজা দেখব।