"কবি কি কবিতার জন্ম দেয়?
নাকি কবিতা থেকে কবির জন্ম হয়?"


"খুব সহজ একটি প্রশ্ন,
উত্তর হয়তো আরো সহজ,
যতটা সহজ প্রতি রাতে স্বপ্ন দেখা,
কিংবা এর চেয়েও অধিক!
তবে ঘুম তো ভেঙ্গে যাবে এক সময়।"


"কবির কলম কখনো ব্যর্থ হতে পারে না।
তবুও ব্যর্থতারা গ্রাস করে কবিতাকে,
হতাশার গর্ভে জন্ম নেয় বেদনারা,
সাথে জন্ম নেয় ব্যাকুলতা, আত্মগ্লানি।
জন্ম নিতে থাকে বিষের চাঁদরগুলো,
যেখানে মুখ ঢাকে প্রাণহীন শত প্রাণ,
আবার প্রাণ ফিরে পায় বিষের ঘ্রাণে।"


"মানুষের দুটি চোখ যা দেখে
কবির চোখও কি তাই দেখে?
যদি তাই দেখে, তবে কেন সে কবি?
আর যদি না দেখে, তবে কি সে মানুষ নয়?"


"কবিতা হয়ত এক পুরনো মদের নূতনত্ব,
যার প্রতিটি চুমুকে আছে
অদেখা প্রেমিকার অস্পৃশ্য চুম্বন।
হয়ত সে প্রেম মুহূর্তেই হারিয়ে যায়,
ভালোবাসা জেগে থাকে মাতাল প্রেমিকের হৃদয়ে।
তার অব্যক্ত কবিতা জন্ম দেয় এক নতুন কবি।"