তোর দুচোখে স্বপ্ন দেখি নতুন আকাশের,
যে আকাশে থাকবে না আর মেঘ কোন ঘোলাটে।
তোর পিঠ ঠেকেছে ঐ দেয়ালে,
ভেঙ্গে ফেল সে দেয়াল,
তুই পালিয়ে কেন যাবি?
তোর কল্পনার অসুখ হয়েছে,
ভুলে যা সব খেয়াল,
তুই ঘুমিয়ে কেন রবি?


স্বপ্ন দেখালি তুই আমাকে হাজার বছর পরে,
এ স্বপ্নের ফল দিবি তুই সারাটি জীবন ধরে।
তোর পথে কাঁটা ছড়ানো হাজার,
পায়ে পড়ে নে লোহার জুতো,
তুই পিছিয়ে কেন রবি?
কেউ বেঁধেছে শিকল তোর হাতে পায়ে,
ভেঙ্গে ফেল সে শিকল,
তুই পথ কেন ভুলে যাবি?


আজকের কাজ শুরু করতে ঢিলেমি কেন তোর,
রাত কেটে না গেলে কি কভু আসবে আবার ভোর?
রাতের আঁধারে থমকে গেলি,
হাতে নে তুলে মশাল,
তুই আজ কেন ভীত হবি?
শেয়াল কুকুরে ভয় পেয়েছিস,
আজ সিংহের ডাক দে,
তুই আশা কেন ছেড়ে দিবি?