তুচ্ছ আমি ক্ষুদ্র আমি নেই তো করার কিছু, ইচ্ছে করে হাটতে শুধু এলিয়েনের পিছু পিছু!
এলিয়েন আছে ধুসরগ্রহে ভিন্ন একটি ঘরে, দূরত্ব এক মহাশুন্য হাঁটব কেমন করে?
ভেবেছিলাম স্পেসশীপ দিয়ে পাড়ি দেবো ছায়াপথ, হয়নি তবে স্বপ্নে দেখেছি আমার বানানো রথ।
শখের স্বপ্ন সত্যি হতে লাগবে প্রচুর টাকা, ইচ্ছে পুরণ হলো না কেবল চাহিদা থাকলো ফাঁকা।
স্থির করলাম যে করেই হোক স্পেসশীপ আমার চাই, চিন্তিত আমি টেনশিত আমি বিষয় একটাই।
সময় এবং বাস্তবতা পাল্টে দিলো দিন, বিবর্ণতায় মুছে গিয়ে হলো স্বপ্ন রংহীন!
স্বার্থান্বেসী ক্যারিরার লাইফ কর্পোরেট চেতনা, Building Castle In The Air মনে হলো কৈশরের ভাবনা!
যে দেশে মানুষ স্বপ্ন দেখে তৃপ্তি ও আশ্রয়, বেঁচে থাকার জন্য শুধু একটু অনুনয়।
শখ নামের শব্দটি কারো অভিধানেও থাকে না, শুভ দিন শেষে ঘরে ফেরা যেন এতটুকু কামনা!
সেই দেশে আমি বসবাস করি জেনে রাখো এলিয়েন, নিয়তির কাছে বিবর্জিত কাল্পনিক ট্রেন।