মন চায় ইসলামের আলো, মুছে যাক আছে যত কলুষিত কালো,
জীবনে আসুক নতুন রূপ, ভরে দিক জীবন এই নতুন আলো।
জগতের বাসর হোক সে ভালো, পবিত্র আলোয় জেগে উঠুক প্রাণ,
জীবন ভরে থাক সুখ হাসি গান, কুর-আনের সুরে সুধাময় কান।
সব অপঃ দূরে থাক এই আলোকে, মনের সুখ থাকে যেন জীবনময়,
জান্নাতী সওগাত কুরআনখানি, মুক্তির পয়গামের বাণী নিরবধি কয়।
সে বাণীতে মন ভরে সঠিক জীবন গড়, দুনিয়া জুড়ে মঙ্গল দীপ জ্বালো,
মুছে যাক আছে যত কলুষিত কালো, মন চায় ইসলামের আলো।