সূর্য্যটাকে ফিরে যেতে দেখলেই কেমন অসহায় লাগে!
মনে হয়, ফিরে যাবো প্রিয় কারো কাছে,
ফিরে যাবো একান্ত আপন আমার প্রিয় ঘরে।


অনেক আনন্দ নিয়ে ঘরে ফিরে দেখি-
এখন আমার ঘর মানে অগোছালো বিছানা,
ঘাম আর অতি ক্লান্তির লালা চিহ্নিত কাথা, বালিশ, তোষক।


অকালে ঝরে পড়া প্রজন্মের ছায়া,
পরিচয়হীন সব!
প্রাণ পাওয়ার আগেই দূর ইতিহাস।


দুঃস্বপ্ন আর স্বপ্নদোষ নিয়েই আমার বিছানা,
আমার ঘর,
অতঃপর আমি সচ্চরিত্রবান যুবক একজনা।