সময় এখন অশুভ
নেই শুভ উৎকর্ষ।
সুখগুলো হয়ে ধ্রুব
এলো নববর্ষ।


নববর্ষের নব তেজ
হয়ে গেছে বিলীন।
নেইতো সেই খুশির আমেজ
তরুণের মন মলিন।


এবারের নববর্ষে
ইচ্ছেরা সব নিরব।
নতুনত্বের স্পর্শে
দুঃখগুলো সরব।


নেই যে সেই প্রাণভরা উল্লাস
পহেলা বৈশাখ পেয়ে।
স্তব্ধ সেই মেলার বিলাস
সংস্কৃতিকে নিয়ে।


পথেঘাটে বাজেনা গান
শংকিত সাজ স্বভাব।
উদ্যানগুলো আজ বেমানান
যুগলপ্রেমের অভাব।


হারিয়ে গেছে শত চাওয়া
নববর্ষের বায়না।
চতুর্দিকে করোনার ধাওয়া
বাইরে যাওয়া হয়না।


ঘরে বসে সময় কাটে
রান্নাবান্নায়, ফোনে।
হয়না যাওয়া বাজারহাটে
ক্লান্তি আসে মনে।


আলসেমিতেই বহমান দিন
ভয়ে বন্দিদশায়।
চোখে মুখে কষ্ট গহীন
সুখের দিনের আশায়।