ঢাকা দেশের শীর্ষ নগর
ঢাকা ব্যস্ত মুখ,
ঢাকা কারও সুখের সাগর
ঢাকা কারও দুখ।


ঢাকা দশের ভাগ্যের চাকা
ঢাকা প্রাণের শহর,
ঢাকার বুকে উড়ছে টাকা
ঢাকা আয়ের দুয়োর।


ঢাকা কারও আশা ভর্সা
ঢাকা কারও স্বপন,
ঢাকা কারও করুণ দশা
ঢাকা বুকের কাঁপন।


ঢাকা মানে স্বার্থের বিবাদ
সৎ সাহসের ক্ষয়,
ঢাকা দিনে ছলনার ফাঁদ
রাত আঁধারে ভয়।


ঢাকা মানে অভাব বন্টন
ভিখারিদের মেলা,
ঢাকা মানে টাকার লুণ্ঠন
বিবেক মুখে তালা।


ঢাকা মানে সড়ক যানজট
হরেক যানের বাহার,
ঢাকা মানে উভয় সংকট
অনিয়মের  জোয়ার।


ঢাকা মানে উঁচু ভবন
শৌখিন জীবনধারা,
ঢাকা মানে নীরব শ্রবণ
সুবোধ দিশেহারা।


ঢাকা মানে ক্ষমতার বড়াই
আইনের বিচ্যুতি,
ঢাকা মানে রাজনৈতিক লড়াই
জনস্বার্থের ক্ষতি।


ঢাকা মানে ছল চাতুরী
নেশার কেন্দ্রবিন্দু,
ঢাকা মানে ছিনতাই চুরি
সন্ত্রাসীদের সিন্ধু।


ঢাকা মানে বর্জ্য ধোঁয়া
অস্বাস্থ্যকর ঘাটি,
ঢাকা মানে আকাশ ছোঁয়া
উন্নয়নের খুটি।


ঢাকা মানে বিনোদন পাড়া
দর্শনীয় স্থান,
ঢাকা মানে সাহিত্যের চুড়া
সংস্কৃতির প্রাণ।


ঢাকা মানে বয়স ষোল
মুক্তমনাদের বাসর,
ঢাকা মানে জ্ঞানের আলো
বুদ্ধিজীবীদের আসর।


[বিঃদ্রঃ
ভালো হউক, মন্দ হউক,
হউক না যতই বীভৎস।
এই ঢাকাই উন্নয়নের মূল উৎস।
যার কাছে দেশবাসী চিরকৃতজ্ঞ, চিরঋণী।
তাই
চলো সবাই
সচেতন হই।
বাঁচাই দেশ।
ফিরিয়ে আনি
সুস্থ পরিবেশখানি।
রক্ষা করি মোদের প্রাণপ্রিয় রাজধানী।]