নারী হলো পুরুষের সার্বজনীন সঙ্গী,
পুরুষের স্বভাব রুক্ষ, নারীর স্বভাব ঢঙ্গী।
আর বিবাহ হলো পবিত্র নির্ভীক বন্ধন,
যে বন্ধনে থাকে না কোনো কুৎসিত ইন্ধন।


ইসলামের দৃষ্টিতে বিবাহ করা ফরজ,
বিবাহ পদ্ধতিও হতে হবে সহজ।
বিবাহ বহির্ভূত বন্ধন হয় সহজলভ্য,
যা এড়িয়ে চলা সকলেরই কর্তব্য।


তবে সমাজ ও সামাজিকতার বেড়াজাল,
বর্তমানে বিবাহ বন্ধনের পথের ঢাল।
বয়েস আর শিক্ষার নামে চলে অবাধ গমন,
হক কথার বিপরীতে বাধা, পীড়ন, দমন।


আয়-রোজগার না থাকলে বিবাহ যায় না করা,
সজ্ঞানে সংগোপনে পিরিত ফাঁদে পড়া।
পিরিতে ছ্যাঁকা খেলে অনুতাপ না হয় শেষ,
পরকিয়ায় লিপ্ত হয়ে ছুটে নিরুদ্দেশ।


ধর্মকর্ম দূরে ঠেলে উল্টো কর্মে নেশা,
অসততার সংস্পর্শে মিশে থাকা পেশা।
দুনিয়ার অন্ধ মোহে আখিরাত ভুলে থাকা,
শেষ বয়েসে হাজী হয়ে আল্লাহ আল্লাহ ডাকা।


আর না বলি নীতিকথা, আসল কথায় আসি,
আমি এখন ভালোমন্দ সবই ভালোবাসি।
ছোট থেকে বড়ো হয়ে যখন বোঝা শিখি,
তখন থেকেই ছন্দে ছন্দে কাব্যকথা লিখি।


যেমন আছি ভালোই আছি নিজের মতো করে,
ক্ষতিকারক সঙ্গ থেকে যাচ্ছি দূরে সরে।
যে যা বলুক যে যা ভাবুক করি না তো আর চিন্তা,
সাধ্যানুযায়ী চেষ্টা করি মানতে সঠিক পন্থা।


সহজভাবেই করলাম বিয়ে স্রষ্টার বিধি মেনে,
আর না বাড়াই কথার ছন্দ বিস্তারিত টেনে।
দোয়া করবেন সবাই মিলে মনের গহীন থেকে,
জীবনভর যেন চলতে পারি হাতে হাত রেখে।


আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার।


আলহামদুলিল্লাহ,
ফি আমানিল্লাহ।