কোনো একদিন
কোনো একদিন
থাকবো না আমি এই ভুবনে।
তারার মেলা
চাঁদের হাঁসি
দেখবো না আমি ঐ গগনে।


মায়ের মুখের
মধুর বাণী
বাজবে না কখনো কানেতে।
বাবার দেওয়া
জ্ঞানের আলো
জ্বলবে না আর মনে প্রাণেতে।


সকাল সকাল
ভাঙবে না ঘুম
প্রিয়জনের ডাকা চমকে।
কাছের যত
মানুষগুলো
খুঁজবে না কোনোদিন আমাকে।


স্বপ্নে গড়া
সকল বাঁধন
ছিন্ন হবে যে এক নিমিষে।
জমে থাকা
কষ্টগুলো
কাঁদাবে না তো সেই আবেশে।


খাতায় আঁকা
শত ছবি
রাখা হবে না খুব যতনে।
নিজের লেখা
গান কবিতা
পড়া হবে না আর গোপনে।


মনের মাঝে
কথার পাহাড়
জমবে না আর বিনা কারণে।
দেহের চাওয়া
হবে যে শেষ
মিশে যাবো আমি মরণে।