ক্ষমতার মোহে হইয়াছি অন্ধ
হইয়াছি এক রাজা,
যাঁহার তাঁহার সনে করি দ্বন্দ্ব
কে দিবে গো সাজা?


ক্ষমতার জোরে জুলুম করিয়া
লুটিয়া লইয়াছি মাটি,
কাঁহার সাধ্যি করিবে প্রতিবাদ
লড়িতে ধরিবে লাঠি?


ক্ষমতা মোরে শিখাইয়াছে শত
দমন পীড়নের রীতি,
কে আছে বলো সম্মুখ দাঁড়িয়া
দেখাইবে পতন ভীতি?


ক্ষমতা ছিনিতে ধরিয়াছি অস্ত্র
মারিয়াছি তাজা প্রাণ,
ক্ষমতায় বসিয়া পালটাইয়াছি শাস্ত্র
গাহিয়াছি সাম্যের গান।


ক্ষমতার পিছনে লুকাইয়া রইয়াছি
আসিয়াছে যখন ঝড়,
ঝড়ের শেষে আপন প্রাসাদ গড়িয়াছি
ভাঙিয়াছি পরের ঘর।


হই যদি কোনোদিন ক্ষমতাহীন
জানি পড়িবো ধরা,
তাই গো চাই রহিবো ক্ষমতাসীন
যতদিন না হয় মরা।