জগতের চিরন্তন স্মরণ,
তুমি সুদিগন্তের বরণ।
সমগ্র কুপথের বারণ,
তুমি অতুল অসাধারণ।


ঈমানের বিশুদ্ধ প্রাণ,
তুমি মুমিনের জয়গান।
শত মিথ্যের পরিত্রাণ,
তুমি সত্যের আহবান।


শৃঙ্খলতার বন্ধন তুমি,
অন্যায়ের পিছুটান।
শালীনতার শর্ত তুমি,
উগ্রতার বলিদান।


আলসেমি হতে মুক্তি,
তুমি ধর্মকর্মের মূল শক্তি।
বিবেকের সাথে চুক্তি,
তুমি নামাজের প্রতি ভক্তি।


আধারের কাছে শত্রু তুমি,
আলোকের কাছে রতন।
মায়া মমতার সূত্র তুমি,
হিংসা বিদ্বেষের পতন।


ধনিদের মুখের হাসি,
তুমি গরিবের অম্লজান।
জালিমের গলার ফাঁসি,
তুমি জুলুমের অবসান।


সিয়াম সাধনার মাস,
তুমি পুণ্যি লাভের অভ্যাস।
অসাধু কর্মের হ্রাস,
তুমি পবিত্র গুণের চাষ।


স্রষ্টার শ্রেষ্ঠতর উপহার তুমি  "মাহে রমজান"।


তোমার শুভ আগমনেইতো ফিরে পাই বারবার
এই পাপিষ্ঠ দেহের মাঝারে নিষ্পাপ নতুনপ্রাণ।


হে প্রিয় মাহে রমজান,
তুমি মহান, তুমি মহান, তুমি মহান।