প্রকাশের ব্যকুলতায়
যে কথা বুকে গুমরে কেঁদেছিলো একদিন
প্রিয়া, এ জীবনে বলা হয়নি সে কথা
আর বলব না;
তুমিও শোনাতে এসো না কোনদিন।


সাগরের টানে যেমন করে নদী
মিলনের তীব্রতা নিয়ে ছুটে চলে
সেভাবে তোমার কাছে আমি ছুটে গেলে
হৃদয়ে ব্যথা ঢেলে ফিরিয়ে দিও।


বিষ-জ্বলা ভরা এ পৃথিবীতে
ঝরা পালকের মতো স্বপ্ন ঝরে পড়ে;
ভালোবাসা ভরা হৃদয় থেকে
বাস্তবতার উত্তাপে প্রেম উড়ে যায়;
এক শুন্যতায় বুকে ব্যথা বাজে।


যেখানে অবিরল রঙের ধারার মধ্যে
বাধাহীনভাবে প্রেম ঝরবে
আতসবাজির আলোর ফোয়ারার মত
প্রিয়তমা সেখানে আমাকে ডেকে নিও।