বিস্মৃত অতীত বইয়ের পাতায়
কোন কেন সময় তোমাকে পড়ে ফেলি
তোমার হাতে হাত রাখতে গিয়ে
আমি শুধু পেয়েছিলাম অশ্রুজল
বুকে জেগে আছে বোবা কষ্ট
আমার সত্তার গভীরে এখনও তোমাকে বয়ে নিয়ে চলছি।
তোমার যাবার পশ্চাতে
কেবল শুনতে পাই আমার অশ্রুপতনের ধ্বনি
আমার ঘুমন্ত সত্তায় ঠায় পায় তোমাকে অনুভবের তিক্ততা
এই বিশ্বের গালিচায় যখন তোমাকে প্রথম দেখি
যেন মনে হয়েছিল তুমি তন্দ্রাচ্ছন্ন রাজকুমারী
তোমার চোখ পদ্ম ফুলের মতো ফুটে ছিল
তোমার শরীর থেকে নি:সৃত
বন্য ফুলের গন্ধে আমি ছিলাম সম্মোহিত।
তোমার চোখের গভীরে ছিল বিদ্যুতের চমক
আমার চোখের পাতায় ভর করে স্বপ্ন নেমে এসেছিল সেদিন
আমার জীবনের সম্মুখে
টাঙ্গিয়ে রেখেছিলে তোমার মুখের সুন্দর হাসি
এতসব আয়োজনে দেখে আমি ছিলাম সদা সতর্ক
আমার হাতে তখনও ছিল প্রজ্বলিত প্রদীপ
তা সত্ত্বেও তোমার মাঝে আমি হারিয়ে ফেলি পথ ।