এক গোধূলী বেলায় নিবিড় মগ্নতায়
একদিন খুঁজেছিলাম যাকে মাথাভাঙ্গা নদীর তীরে,
বহুদিন পরে দেখলাম তাকে
ইট-কাঠ-পাথরের এই নিষপ্রাণ শহরে;
মেঘের ঘোমটা তুলে
অপলক এক চাঁদ যেন জোছ্‌না ঢালছে।
সেই জোছ্‌নায় হৃদয়ের পান্ডুলিপি খুলে দেখি
তারই এক রাঙা ছবি
লুকিয়ে আছে আমার গোপন কুঠরিতে।
মায়াবী হরিণীর মতো
সে যেন আমার দিকে তাকিয়ে আছে
এক ভালোবাসার আবেগে।


তারা ভরা আকাশের গায়ে চাঁদ যেমন করে
তার আকাঙ্খার স্থান খুঁজে নেয়
তেম্‌নি করে
আমার মনের গভীরে সে নিয়েছে জায়গা করে।
আর আমার হতাশ প্রাণে
এনে দিয়েছে এক অফুরন্ত শক্তি;
তাই এলোমেলো আঁধারে
পথ চিনতে সাথী করে নিয়েছি তাকে।