বাংলাদেশের মানচিত্র কপালে আঁকা আসছে নতুন শিশু
আগমনে তার চারদিকে বাজছে সানাইয়ের করুণ সুর;
সেই সুরে মা একটু একটু করে ডুবে যাচ্ছে
হতাশার নিবিড় অন্ধকারে।
তবুও নতুন চাঁদের মত এক ফালি আশা ভেসে ওঠে
তার চোখের কোনায়।


তার সামান্য যা কিছু ছিল সব নিয়েছে বিধাতা
খুশি হয়ে দিয়েছে তাকে সমস্ত পৃথিবীকে;
যেখানেই ঘুমাবার জায়গা মেলে সেটাই তার ঠিকানা।
তাই সে সংসদ ভবনের বকুল তলায় টিমটিমে আলোয়
প্রসব বেদনায় অস্থির;
ডাক্তার নেই,আয়া নেই,নীরব নিঝুম রাত
জেগে আছে শুধু
রোজ শিয়রের কাছে শুয়ে থাকা সেই কুকুরটা।


শিশু ভূমিষ্ঠ হতেই
স্বপ্ন ভুলিয়ে দিলো সারা জীবনের বেদনা
ছেলে বড় হবে,হবে মানুষের মতো মানুষ এক
কিন্তু ভুলবে না আমাদের!
ছেলে বড় হয় আর স্বপ্নরা ছোট হয়
আশার পথ চেয়ে জীবনের সময় ফুরায়
কঠিন পৃথিবীর বুক চিরে
সোনার সেদিন স্বপ্নের সেদিন তবুও আসে নাকো।