যতই চারিদিক সাজিয়ে রাখোনা কেন
এ তো বধ্যভূমি ছাড়া কিছু নয়
ঘাতকেরা নানা ছদ্মবেশে অস্ত্র শানাচ্ছে
বাড়িতে স্ত্রী,কর্মক্ষেত্রে বস
আর আছে রাজনীতির লোকেরা


সকলেই অস্ত্র তাক করে রেখেছে তোমার দিকে
আর তুমি দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছ
ভারসাম্যের একটু অভাব হলেই
ওরা তোমাকে হাড়িকাঠের দিকে ধরে নিয়ে যাবে
তোমার তখন মনে পড়ে যাবে
শৈশবে দেখা সেই ছাগ শিশুটির কথা


যে মানব জমিন আবাদ করলে সোনা ফলত
এক নিমেষেই ওরা তা শেষ করে দেবে।