বনলতা সেন তুমি যেখানেই থাকো
এই কবিতাটি একবার পড়ে নিও
তুমি রবীন্দ্রনাথের লাবণ্য,জীবনানন্দের বনলতা
আবার কখনও বা সুনীলের নীরা,বিনয়ের গায়ত্রী
দেবতাদের অষ্টোত্তর শতনামের থেকেও
ঢের বেশি তোমার নাম
এ এক আবহমান কালের ধারা
তবু বলছি তোমার জন্যে
হাজার বছর ধ'রে পথ হাঁটতে পারবোনা
এক জীবনে যতটা হাঁটা যায় এই ভেবে
হাঁটতে হাঁটতে অনেকটা দূর এসে গেছি
আর কত দূরে তুমি?


পেরিয়ে এসে অন্তবিহীন পথ
তোমার মত বলবো না
'এতদিন কোথায় ছিলেন?'
নিজের মত করে বলবো
আমি এলেম তোমার দ্বারে
পাখির নীড়ের মত নিভৃত আশ্রয়ে।