১.দৌড়


কোন পথ দিয়ে এসেছি সে কথা জানিনা
আর কোন পথ দিয়ে ফিরে যাবো
তাও জানা নেই
শুধু স্টার্ট আর স্টপ
এই শব্দ দুটিই অমোঘ হয়ে কানে বাজে।



২.দু হাত


এক হাতে বিশ্বাস আর অন্য হাতে অবিশ্বাস
দু'হাতে এই দু' ভাইয়ের হাত ধরে
আমি মাঝ খানে হেঁটে যাচ্ছি
ওদের হাতের মায়া ছেড়ে
আমি কি পথ চলতে পারবো?


৩.ফুল ও কাঁটা


তোমার দেওয়া ফুলগুলি
কালের অমোঘ নিয়মে সুবাস হারিয়েছে
শুকিয়ে মলিন হয়ে গেছে
শুধু কাঁটাগুলি বিঁধে আছে।