এবার তুমুল বৃষ্টিতে ভিজতে চাই
গতবারও ভিজেছি তবে তা তুমুল নয়
সেই ছোটবেলা থেকে এই সু -অভ্যাস গড়ে তুলেছি    
কখনও অসুখ করেনি , জ্বর আসেনি,কাশি হয়নি
এই বৃষ্টিতে ভিজে
বরং সব অসুখ সেরে যেত বলা যায়


এখনও তুমুল বৃষ্টিতে ভিজতে বড় ভালোবাসি
অফিস ফেরত বৃষ্টি থামার অপেক্ষায় থাকিনা
টুহুইলারে ভিজতে ভিজতে প্রায়ই বাড়ি ফিরি
কোনদিন বর্ষাতি নিতে ভুলে যায়
আবার কোনোদিন পড়তেও ইচ্ছে করেনা
ফাঁকা রাস্তায় তুমুল বৃষ্টিতে ভিজতে ভিজতে
মান্নাদের গাওয়া'এই বৃষ্টিতে ভিজে.........
গাইতে গাইতে যাওয়া যেন এক তরণী বাওয়া!
যেতে যেতে সব কিছু ঝাপসা দেখে মনে পড়ে
'ও পারেতে বিষ্টি এল,ঝাপসা গাছপালা
এপারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা।'