সকাল হতেই কুয়োয় নামাই দড়ি বালতি
কিছুটা জল তুলি আর কিছুটা চলকে আবার কুয়োয়
কোনোবারই তুলতে পারি না বালতি ভর্তি জল
তবু তো প্রত্যাশা থাকে যদি কোনদিন
তুলতে পারি বালতি ভর্তি জল
যে টুকু তুলতে পেরেছি তাই দিয়ে
নিজেকে পিপাসার্ত রেখে
কারও কারও মিটিয়েছি তৃষ্ণা


কপিকলের অ্যাক্সেল খয়ে যাওয়ায়
এখন শুধু ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ
সারাটা জীবন জল তুলতে তুলতে তুলতে
দু'হাতে কড়া পড়ল
তবু বালতি ভর্তি জল অধরাই থেকে গেল।