জীবনের এই জলসাঘরে
আমি ধারকমাতা,
মাতৃস্নেহ ছিন্ন করি
বিনিময়ে পাই টাকা।


অসহায় নারী , নিপীড়িত সমাজ
আমি যে বড়ই একা,
গর্ভ আমার দিয়েছি ভাড়া
মূল্য লক্ষ টাকা।


তোমরা আমায় ভেবো না নিঠুর
দিয়ো না ওগো লাজ,
মায়ের ব্যথ্যা, মা-ই বোঝে
কেন করি এ কাজ।


দুঃখ বুকে চেপে রাখি
জীর্ণ করি প্রাণ,
'মা' ডাক শুনবো বলে
হৃদয় করে আনচান।


পরক্ষনেই অধিকার
আমার মনে পড়ে,
শত কষ্টের গর্ভ-ফসল
দিতে হবে অন্যের ক্রোড়ে।


ইচ্ছে করে বাঁচতে মোদের
লয়ে সুন্দর জীবন,
ত্যাজিও না সমাজ, আমরাও মানুষ
দিয়ো মোদের সম্মান।


অন্ধকারেই বেঁচে থাকি
দুঃখ লহি  হরণ,
মোদের তরেই হাসছে দেশের
কত আমির-কিরণ।


            সমাপ্ত