সাতাশ দিনের স্মৃতি
********************
কোন বাঁধনে বেঁধেছিলে মোরে
       ওগো অষ্টাদশী,
অলিন্দে বইতো প্রেমের প্লাবন
       দেখতো রাতের শশী।
হৃদয়ে ছিলো কোমল শাসন
       ফুটেছিল প্রেমের কুঁড়ি
শুরুর আগেই শেষ করে দিয়ে
        দিয়েছো জলাঞ্জলি।


স্বপ্ন দিয়ে সাজিয়েছিলাম
     জীবনের মালাগাঁথা,
শত কষ্টেও পারিনা ভুলিতে
    সাতাশ দিনের কথা।
হয়েছো তুমি ওপারবাসী
     মরণ-ব্যাধির কোপে
চিতার আগুনে ঘুমিয়ে কোনো
     এসো ফিরে মোর বুকে।


পেরিয়ে এসেছি আজ অনেক বছর
       জীবনের স্রোতে ভেসে
ইচ্ছে করে ফিরে যেতে সেই
     সাতাশ দিনের দেশে।
এখনো তোমার প্রেমের প্রদীপ
       জ্বালি আমার ঘরে
আলো সে তো দেয়না আর
      বেদনার বালুচরে।


সুখের পরশে কাটছিলো দিন
     বৈতরনীর তীরে
কেনো এসেছিলে মোর-জীবনে
      সাতাশ দিনের তরে।
নিঃস্ব আমার সবকিছু আজ
       রয়েছে শুধু স্মৃতি
নোনজলের চোরা-স্রোতে
      আজও ডুবে আছি।


           @সমাপ্ত@