পান্তা ভাতে কাঁচা মরিচ, নুন, পিয়াজ ধরে
ইলিশ মাছ পেলে আমি খাব মজা করে ।


পদ্মার তীরে শশুর বাড়ি তাই পদ্মার গান গাই
শালা আমার রসে বলে বাজারে ইলিশ নাই-


আমি বলি ঝাঁকে  ঝাঁকে  পড়ছে ইলিশ - সবাই বলে তাই
তুমি বলছো ইলিশ মাছ সস্তায় যদি পাই ।


পাচার হয়ে যায় ইলিশ অন্য দেশে - চোখে পড়ে না
আসল ইলিশ রসে ভরা একটাও পাই না ।


আসল ইলিশ একটা কিনে গন্ধ শুকায়  দিনে রাতে
শস্য  ভাটা আর পটল দিয়ে খাচ্ছি মাছে ভাতে -


ইলিশ ঝোলে খাচ্ছি ভাত মনে শান্তি পাক
সকল চাওয়ার মাঝে আমার এই কথা থাক ।


ইলিশ হলো মাছের রাজা একটাও পায় না
দেশের মাছ অন্য দেশে পাচার হউক এটা চায় না ।।



----------------------------------------------------------------------------------------------------------------------------