বঙ্গবন্ধু দীপ্ত কণ্ঠে দিল ডাক ৭ই মার্চ ভাষণে,
যে করেই হোক আনবো বাংলার স্বাধীনতা।
চাইনা আর থাকতে পাকিস্তানের শাসনে,
মানতেও পারিনা এই পরাধীনতা।
করিনা আর শোষক-দালালের ভয়,
করবো মোরা শত্রুর সাথে মুক্তিযুদ্ধ।
ছিনিয়ে আনবোই মোদের জয়,
হয়ে বাংলার হিন্দু, মুসলিম-খ্রীস্টান একতাবদ্ধ।


৩০ লক্ষ প্রাণের দায়ে পেলাম স্বাধীনতা,
কাটলো বাঙ্গালীর সকল পরাধীনতা।
চেয়েছিলাম গড়তে বাঙ্গালীর স্বর্গ,
যেন বাংলাকে নিয়ে করতে পারি গর্ব।
করেছিলাম বাংলাকে নিয়ে যে আশা,
এত বছরেও পুরণ হল কি সেই মনোবাসনা?