আমি আজ চলেছি দিগন্তের পানে
শীর্ণ দেহ, জীর্ণ বস্ত্র গায়ে।
চিন্তিত মন, গায়ে নেই আভরণ,
কিংবা নগ্ন পায়ে।
জানা নেই কোন গন্তব্য
কে আমি? কী আমার জীবন কাব্য?
নেই কোন মন্তব্য।
হয়েছি উন্মাদ, বদ্ধ পাগল
হয়েছি সব কিছু ছেড়ে উদাসীন।
কাঁধে বেধেছি ঝোলা, হয়েছি আত্মভোলা।
করছি যেন বারে বারে ভুল,
কাছেতে নেই এক মুঠোও তণ্ডুল।
হয়েছি প্রেমহীন, তবুও নই সুখহীন।
জানিনা কখন কোথায়
কার কাছে হব আসীন
আসলেই আজ আমি উদাসীন।।