জহুরুল হক হল আমাদের গর্ব,
প্র্রকৃতির দানে ভরপুর, এ যেন ঢাবির স্বর্গ।
সবুজ-শ্যামলে ভরপুর, রয়েছে পুকুর ঘাট,
নারিকেল গাছ সারি সারি আর বিস্তীর্ণ খেলার মাঠ।
বিতর্ক আর ল্যুমিন্যাস সদা রেখেছে হলের মান,
খেলার মাঠে আজও গাঁয় তারা, বিজয়ের জয়গান।
দেশের তরে শুধু তারা দিয়ে গেছে প্রান,
জীবন দিয়ে দেশের বুকে হয়েছে মহীয়ান।


জানি থাকবনা মোরা, থাকবে শুধু তুমি,
সফলতা দিয়ে পুর্ণ করতে সম্মানের এই ভুমি।
সফলতা নিয়ে চলবে তুমি বহমান,
সফলদের আনা-গোনা থাকবে হেথায় চলমান।
জহু হল তোমায় মোরা অনেক ভালবাসি,
সর্বদাই তোমার বুকে থাকুক জয়ের হাসি।