মা জননী জন্ম দিয়ে করেছে মোরে ধন্য।
প্রতিদান স্বরুপ কি করেছি মা শুধু তোমারই জন্য?
শত কষ্ট বুকে চেপে করেই গেছো দান।
   বিনিময়ে মোদের কাছে চেয়েছো কি প্রতিদান?
মোদের লাগি নিজের জীবন করলে মাগো ক্ষয়।
      পেরেছি কি করতে মাগো তোমার হৃদয় জয়?
মোর বিদ্যার তরে কষ্ট তব করে যাও অবিরাম। সন্তান মোরা পেরছি কি দিতে এই কষ্টের প্রাপ্য দাম?
বড় হয়েছি তবু মাগো তোমার মনেই ভয়।
     সন্তান তব অবুঝ বালক, যদি কোন ক্ষতি হয়?
মাগো তুমি সবার উপরে যার তুলনা নাই।
    পেরেছি কি মোরা দিতে তার যোগ্য সম্মান ভাই?