আমি একদিন ঠিক চুরি করবো
তুমি দেখো,ঠিক করবো!!
হয়তোবা ফ্লেক্সিলোডের খাতা থেকে,কিংবা
তোমার কোনো পরিচিতজনের থেকে


তারপর প্রতিদিন,না প্রতিঘন্টা
হয়তোবা প্রতিটি মিনিট
স্থির চেয়ে থাকবো স্কিনে
মুখস্ত তো কত্তো আগেই হবে
তাও কেবল চেয়ে থাকার জন্যই থাকা,
অভিলাষগুলোকে তোমাতে স্থির করে রাখা।


হাতের কাঁপুনিতে হয়তো একদিন
হয়তোবা আরও বহুদিন-
বেজে ওঠবে তোমার ফোন
আবার বন্ধ হবে আমার তটস্থতাই!!


এইসব বখাটেপনায়,
তোমার ক্রোধ হয়তো গাঢ় হবে
তা সঞ্চিত হবে সমগ্র চেতনায়
তবে চেতনাজুড়ে কি কেবল ক্রোধই থাকবে??
ফুলজুড়ে কাটা আর সুগন্ধ কি একত্রে থাকে না??
তাই হয়তো নিষিদ্ধ ভালোলাগাও একটু থাকবে-
কিন্তু ঠিক বুঝে ওঠবে না--


হয়তোবা কখনও দেখানো নিষ্ঠায়
বরকে দিয়ে কল ব্যাক করাবে,
গর্বিত লোকটা হয়তো আমার
চৌদ্দগোষ্ঠী উদ্ধার করবে অতি উৎসাহে!!
সে কি কখনও জানবে,
তুমিই আমার চৌদ্দগোষ্ঠী??


আচ্ছা এতে কি তুমি কেবল,
পত্নীত্বের আনন্দই পাবে??
অপরাধবোধ কি একটুও না??
হয়তো থাকবে,
কিন্তু তুমি বুঝবে না।।


তারপর,আরও অনেক পর-
ভীরুতা আর মিথ্যা অহংকার যখন
কেবল উপহাস করবে আমায়
আমি হয়তো বীরত্ব দেখাবো!!
তুলে আনবো গ্রাম্য কোনো অপরিণতাকে।


আর ওদিকে,ওদিকে তুমি হয়তো
পড়ন্ত নির্জনে,মোবাইলে খুঁজবে আমার অস্থিত্ব!!