মনের সাথে মুখের কিন্তু,যোগাযোগ নেই।
রাস্তা এখনও ঢাকা সব,আঁধারি পরিবেশেই।।
যোগ সূত্রের মাধ্যম বলতে,স্বচ্ছ প্রতিফলক
"শব্দ"গুলো "ব্দশ"(উল্টো)হয়েই,ছুটছে অপলক।।
ভাবিয়ে তোলে হঠাৎ,দাঁড়িয়ে কাঠ গোড়ায়
দোষের পারদ বাড়ছে আর মন কিনারায়।।
ভুলের চেহারা ক্ষুদ্র,নয়কো চোখের ভ্রষ্টাচার
সময় বড়োই অভাবে,তাই সঠিকই তো বিচার।
ভালো মন্দের দুনিয়া সব,দাঁড়িপাল্লার অস্থিরতা
কখন তুমি বদলে যাবে,পাবেও না টের তা।।