প্রজাপতি আটানো চুলখানা, বেশ ভালো;
পূব আকাশের মেঘ নয়,তবে বেশ কালো।
মুখটা কিছু মনে পড়ায়,বলবো কি তোমায়?
চাঁদ যেন মুখ দেখে,রূপোলী আয়নায়।
হাসিটা দাঁড়িয়ে ওই,উঁকি দেওয়া কুকুর দাঁতে;
সব ক্লান্ত ব্যস্ততার বাঁকা রাস্তা,মিশেছে তাতে।
চশমার ফ্রেমে লুকিয়ে,মায়াবী দু'চোখ রাখা;
যেন চাঁদের বুকে,এক কালো রাত আঁকা।
আর সেই কোমল,গোলাপী ঠোঁট জোড়া;
যেন গোলাপের পাপড়িতে, প্রেমের গল্প মোড়া।