বেশতো ছিল দু'মুঠো কথায়,অনেক প্রেমের রোমাঞ্চ...
বেশতো দুই মনের শহরে,রোজ বসত রঙ্গমঞ্চ।
বেশতো ছিল চোখের দেখায়,আপন ভাবনার আল্পনা...
বেশতো হত একই শব্দে,সহস্র অর্থ খুঁজে আনা।
বেশতো ছিল সুপ্ত "আমি" ও গোপন "তুমি"র খেলা...
বেশতো ছিল সেই,পুরানো দিন ও শান্ত সন্ধ্যাবেলা।
বেশতো ছিল হারানোর ভয়ে,বেশি বেশি ভালোবাসা...
বেশতো ছিল হাজারো মাইল,ফিরে না আর আসা।
বেশ হত যদি চোখের পলক,বৃষ্টির ভয়ে বুঝতাম...
বেশ হত যেমন তুমি চিনতে,তেমনি আমি ও চিনতাম।
বেশ হত যদি স্বপ্ন গুলোয়, আমি একাই দাঁড়িয়ে থাকতাম...
বেশ হত যদি সময়গুলো,নিজের জন্যই বেছে রাখতাম।
বেশ হত যদি আবেগ গুলোকে,বুকেই চেপে রাখতাম
বেশ হত না?? যদি,এটার বদলে প্রেমের কবিতা লিখতাম....